কোহলি-রাহুলের সেঞ্চুরিতে পাকিস্তানকে বড় লক্ষ্য দিলো ভারত
রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে পাকিস্তানের বোলারদের নাজেহাল করে ছেড়েছেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
রাহুল এবং কোহলির তান্ডবে পাকিস্তানকে বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। ওয়ানডে ক্যারিয়ারের ৪৭ তম সেঞ্চুরি করেছে কোহলি, রাহুলও পেয়েছেন সেঞ্চুরির দেখা।
নির্ধারিত ৫০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ৩৫৭ রানের। আগের দিন ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান তোলার পর ভারতের ইনিংসে বৃষ্টির বাগড়া আসে।
এই ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকায় খেলা আগের জায়গা থেকেই শুরু হয়। গতকালের জুটিই ভারতের ইনিংসের বাকি সময়টা এগিয়ে নেয়। রাহুল এবং কোহলি তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন অপরাজিত ২৩৩ রান।
কোহলির আগেই নিজের সেঞ্চুরি পেয়ে যান রাহুল। শেষ পর্যন্ত ১০৬ বলে ১২ চার এবং দুই ছয়ে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডে সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকারের রেকর্ডের দিকে আরেকটু এগিয়ে যাওয়া কোহলি অপরাজিত থাকেন ৯৪ বলে ১২২ রান করে। তার ইনিংসে ছিলো নয়টি চার এবং তিনটি ছয়।
সেঞ্চুরি করার পথেই ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। ওয়ানডেতে মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। শচীনের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁতে আর মাত্র দুটি সেঞ্চুরি দরকার তার।