নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিল্পপতি, সমাজ সেবক ও ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন (৫৭) মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় করোনা চিকিৎসা কেন্দ্র সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গিয়াস উদ্দিন ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার বাসিন্দা। তিনি 'বরাতডাইং'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং 'আওয়ামী লীগ ফ্রেন্ডস সার্কেলে'র সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের ছোট ভাই আজমত জানান, কয়েকদিন আগে থেকেই গিয়াস উদ্দিন জ্বর, ঠাণ্ডা, সর্দি-কাশিসহ করোনার নানা উপসর্গে ভুগছিলেন। প্রথমে তিনি নারায়নগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার প্রথমে রাজধানীর মুগদা হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিলে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবন্থায় রাত সাড়ে নয়টায় এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জে এ নিয়ে মোট ৭৭ জনের প্রাণহানি হলো করোনাভাইরাসে। আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫৩২ জন।