শাহরুখ বলিউড ব্লকবাস্টার 'জওয়ান'-এ টাক হওয়ার ব্যাখ্যা দিলেন
বলিউড সুপারস্টার শাহরুখ খান বক্স অফিসে একের পর এক বাজিমাত করছেন। 'পাঠান' এর আকাশচুম্বী সফলতার পর এবার গত ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত তার 'জওয়ান' সিনেমাও যাচ্ছে একই পথে। রেড চিলিস এন্টারটেইনমেন্টের তথ্যমতে, ইতিমধ্যেই সিনেমাটি প্রায় ৭০০ কোটি রুপির আয় করেছে।
ব্লকবাস্টার সিনেমাটিতে শাহরুখের অ্যাকশন ঘরানার অভিনয় দর্শকদের মন জয় করেছে। একইসাথে সিনেমায় 'কিং খান' এর একাধিক লুকও বেশ প্রশংসিত হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে টাক মাথার লুকটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সম্পর্কে শাহরুখ বলেন, "সিনেমায় আমি মূলত অলসতার বসে টাক মাথার লুক বেঁছে নিয়েছিলাম। কেননা আমাকে নাহলে টানা দুই ঘণ্টা ধরে মেক-আপ করতে হতো। এরচেয়ে শুধু টাক মাথা বরং ভালো ছিল।"
সিনেমাটি মুক্তির আগে প্রিভিউ ও পোস্টারে শাহরুখের টাক মাথার লুক ভক্তদের চমকে দিয়েছিল। তখন এক ভক্ত মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার) এ পোস্ট করেন যে, "আপনি টাক হয়েছেন কেন? আপনাকে ভয়ংকর লাগছে। কী সমস্যা?"
জবাবে ঠাট্টা করে শাহরুখ ফিরতি পোস্টে বলেন, "আমার বাসার বাইরে তুষারপাত হচ্ছিল। তাই ভাবলাম, টাক হয়ে যাই। তুষারপাতের পুরো মজা উপভোগ করি।"
'জওয়ান' সিনেমায় শাহরুখ খল চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে কথা বলতে যেয়ে শাহরুখ বলেন, "আমি কখনোই হিরো চরিত্রে অভিনয় করতে চাইতাম না। হিরো চরিত্র বেশ বোরিং মনে হয়। সিনেমায় তাদের শুধু ভালো কাজই করতেই দেখা যায়।"
সিনেমাটিতে 'কিং খান' বাবা-ছেলের দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। আপাতদৃষ্টিতে তাকে ভিলেন বলে মনে হলেও, জনতার কাছে তিনিই হয়ে ওঠেন হিরো।
শাহরুখ বলেন, "তাই ইতিবাচক ভূমিকা পালনের জন্যই আমার দ্রুত নেতিবাচক চরিত্রের মধ্যে যাওয়ার প্রয়োজন হয়, যাতে করে আমি আমার ভূমিকাটা বুঝতে পারি। এভাবে আমি ইতিবাচক চরিত্রতে আরও আগ্রহ-পরিতৃপ্তি নিয়ে অভিনয় করতে পারি। টানা 'গুড গাই' এর ভূমিকায় অভিনয় করতে থাকলে একঘেয়েমি চলে আসে। ব্যক্তিগতভাবে অবশ্য আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করতেই ভালোবাসি।
শাহরুখ মূলত একজন অ্যাকশন হিরো হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গাম' এর মতো রোমান্টিক ঘরানার সিনেমা দিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন তিনি।
'জওয়ান' সিনেমায় শাহরুখের পার্শ্ব চরিত্র হিসেবে পাঁচ ভয়ঙ্কর নারী চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এ সম্পর্কে শাহরুখ বলেন, "এক্ষেত্রে মূল লক্ষ্য ছিল পাঁচ নারী চরিত্রকে এমনভাবে উপস্থাপন করা যেন তাদের দেখে মনে হয় তারা নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ। এক্ষেত্রে তাদের সকলে অ্যাকশনের প্রশিক্ষণ নিতে হয়েছে; অনেককে একেবারে প্রথমবারের মতো এটি শিখতে হয়েছে।"
প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমাটি নির্মাণ করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি। এতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমায় শাহরুখের সঙ্গে প্রধান নারী চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।