দেশে উন্নত রেমিট্যান্স ও বিনিয়োগব্যবস্থা তৈরির আহ্বান এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের
সরকারি বন্ডে (ডলার-ডমিনেটেড) বিনিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের পাশাপাশি দেশে অভ্যন্তরীণ রেমট্যান্স প্রবাহ বাড়াতে আনুষ্ঠানিক ও কার্ব মার্কেটের মধ্যে বিনিময় হারের পার্থক্য কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসীদের অধিকার রক্ষায় নিয়োজিত সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৃতীয় গ্লোবাল বিজনেস সামিটে এনআরবি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় বেশ কতগুলো দাবি তুলে ধরে, যেগুলোর মধ্যে রয়েছে– অসহায় প্রবাসীর মৃতদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা; যেসব প্রবাসী ২০ থেকে ৩০ বছর পরে দেশে ফেরত আসবে তাদের জন্য ভাতা চালু করা; প্রবাসী বীমা সচল রাখতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া এবং বৈধ পথে রেমিটেন্স পাঠালে বর্তমানে যে ২.৫% প্রণোদনা দেওয়া হচ্ছে, তার একটি অংশ প্রবাসীদের জন্য জমা রাখা ইত্যাদি।
এছাড়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়াতে কোনো ধরনের সীমারেখা না রেখে ওয়েজ আর্নার বন্ড বিক্রির জন্য সরকারকে এগিয়ে আসার পাশাপাশি ডলার সংকট নিয়ে গুজব বন্ধ করার আহ্বান জানায় সংগঠনটি। একইসঙ্গে, সরকারি প্লট এবং ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া, স্বল্প সুদে প্রবাসীদের জন্য ঋণ দেওয়া এবং দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল তৈরি করার আহ্বানও জানানো হয়।
প্রবাসীদের অধিকার রক্ষায় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার রাজধানীতে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ; বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
অনুষ্ঠানে প্রবসীদের বিভিন্ন দাবি তুলে ধরে মাহতাবুর রহমান নাসির বলেন, বর্তমানে দেশে বৈধভাবে রেমিট্যান্স আসে ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশই আসে হুন্ডির মাধ্যমে। এই হুন্ডি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
মো. মাহতাবুর রহমান বলেন, "আমাদের বিশ্বাস সরকার প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করলে, প্রবাসীদের মাঝে সরকারের ভাবমূর্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে। এতে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ অনেকাংশে বাড়বে।"
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, "প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ। কিন্তু তারা যথাযথ সম্মান পান না। আমি মন্ত্রী হয়ে বলছি, আপনাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হয় না। তবে এই মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার একার নয়। এখানে অনেক প্রতিষ্ঠান জড়িত। তাদের সবাইকে প্রবাসীদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যাপারে মনোযোগী হতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, "রেমিট্যান্স আমাদের অর্থনীতির জন্য বুস্টার। আর প্রবাসীরা এই রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। আমরা তাদের সমস্যার কথা জানি। এগুলো সমাধানে আমার পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।"
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পারভেজ তমাল; রুপায়ন গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল; সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তাথেইয়া কবীর, সহ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান খান; ইউনুস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস; বাংলাদেশ নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদুত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ খাসেইফ আল হামুওদী প্রমুখ বক্তব্য রাখেন।