সব রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জন মারা গেছেন। এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫০ জনে দাঁড়াল।
বিভাগ অনুযায়ী মৃত্যুবরণের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়:
ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ২ জন, রাজশাহীতে ১ জন ও রংপুরে ১ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ২ হাজার ৫৪৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ১৫৩ জনে। গত শুক্রবার পর্যন্ত এ হিসাবে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ আক্রান্ত হয়েছেন।
রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৮৭৬টি পরীক্ষা করা হয়েছে। আজ মোট ৫২টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
মৃত ৪০ জনের বয়স:
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৫ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ১১ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৮ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১১ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৪ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়স: ১ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯ হাজার ৭৮১ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।
এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ এবং মৃতের হার মোট আক্রান্তের ১ দশমিক ৩৮ শতাংশ। ভাইরাসটি থেকে সেরে ওঠার মাত্রা ২০ দশমিক ৭৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ১২ সপ্তাহ শেষ হলো করোনা শনাক্তের।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৪৭ হাজার ১৫৩ জন।
- মারা গেছেন: ৬৫০ জন।
- মোট সুস্থ: ৯ হাজার ৭৮১ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৮ হাজার ৯৩০টি।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ রোববার থেকে লকডাউন উঠে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে লকডাউন পরবর্তী একটি গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইনটি অনুসরণের নির্দেশ দেন তিনি।
সকল প্রতিষ্ঠানের নির্বাহী ও পরিচালকদের প্রতি তিনি নির্দেশ দেন যেন সুরক্ষা নিশ্চিত করার উপকরণ থার্মোমিটার, পর্যাপ্ত পরিমাণ জীবাণুনাশক, সাবান প্রস্তুত রাখেন। এছাড়াও নিয়ম মেনে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা দেন তিনি।
আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে সকল তামাকসেবীদের তামাক সেবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর 'সিডিসি-কেয়ার ফর অল' সেবা চালু করেছে। এই সেবার অধীনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও পুষ্টিকর খাদ্য নিয়ে নির্দেশনা দেওয়া হবে।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬১ লাখ ৭২ হাজার ৪৪৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭ লাখ ৪৩ হাজার ৯১৮ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৭১ হাজার ১৮২ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ১ লাখ ৫ হাজার ৫৫৭ জন।
- যুক্তরাজ্য: ৩৮ হাজার ৩৭৬ জন।
- ইতালি: ৩৩ হাজার ৩৪০ জন।
- ব্রাজিল: ২৮ হাজার ৮৪৯ জন।
- ফ্রান্স: ২৮ হাজার ৭৭১ জন।
- স্পেন: ২৭ হাজার ১২৫ জন।
- মেক্সিকো: ৯ হাজার ৭৭৯ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৪৫৩ জন।
- জার্মানি: ৮ হাজার ৬০০ জন।
- ইরান: ৭ হাজার ৭৩৪ জন।