গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে: চ্যানেল ২৪-কে পিটার হাস
নতুন বাস্তবায়িত মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নীতিতে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি গণমাধ্যমকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রবিবার (২৪ সেপ্টেম্বর) চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিটার হাস এই মন্তব্য করেন।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু জানান, আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলীয় সদস্যদের মধ্যে উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে ব্যক্তিদের ভিসা প্রাপ্তির অযোগ্যতা মূল্যায়ন করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রক্রিয়াটি সরকার, বিরোধী দল এবং আইন প্রয়োগকারী সদস্য; সবার উপর সমানভাবে এবং কঠোরভাবে অনুসরণ করা হয়।
তিনি জানান, ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত হতে পারেন।