করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ২৯১১, প্রাণহানি ৭০০ ছাড়াল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৭০৯ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ৯১১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জনে। গত শুক্রবার পর্যন্ত এ হিসাবে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ আক্রান্ত হয়েছেন।
এর আগে গত ৩১ মে সর্বোচ্চ ২ হাজার ৫৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।
গত তিনদিনে করোনাভাইরাসে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৩১ মে ৪০ জন এবং পরদিন ১ জুন মারা যান ২২ জন।
বিভাগ অনুযায়ী মৃতদের বিশ্লেষণে দেখা গেছে- ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিং বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।
এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাড়িতে মারা গেছেন ৯ জন।
মৃত ৩৭ জনের বয়স:
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৪ জন
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ১ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১০ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৯ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়স: ২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৪টি নমুনা। দেশের ৫২টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। মোত ৫২টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
এপর্যন্ত শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৫২ হাজার ৪৪৫ জন।
- মারা গেছেন: ৭০৯ জন।
- মোট সুস্থ: ১১ হাজার ১২০ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৩৩ হাজার ৭৩টি।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাস্ক পরা অত্যাবশ্যক। সাধারণ কাপড়ের একটি মাস্ক দিয়েই জীবাণুযুক্ত হাঁচি-কাশি ও ড্রপলেট প্রতিরোধ করতে পারি। বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক পুনর্ব্যবহারযোগ্য, কোনপ্রকার আকারের পরিবর্তন ছাড়াই এই মাস্কটি বারবার ভালো করে ধুয়ে ব্যবহার করা যায়।
এছাড়াও তিনি জানান স্বাস্থ্য অধিদপ্তর 'সিডিসি-কেয়ার ফর অল' সেবা চালু করেছে। এই সেবার অধীনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও পুষ্টিকর খাদ্য নিয়ে নির্দেশনা দেওয়া হবে।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬৩ লাখ ৮৪ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৯ লাখ ২০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৭৭ হাজার ৭৯৭ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ১ লাখ ৬ হাজার ৯২৭ জন।
- যুক্তরাজ্য: ৩৯ হাজার ৪৫ জন।
- ইতালি: ৩৩ হাজার ৪৭৫ জন।
- ব্রাজিল: ৩০ হাজার ৪৬ জন।
- ফ্রান্স: ২৮ হাজার ৮৩৩ জন।
- স্পেন: ২৭ হাজার ১২৭ জন।
- মেক্সিকো: ১০ হাজার ১৬৭ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৪৮৬ জন।
- জার্মানি: ৮ হাজার ৬১৮ জন।
- ইরান: ৭ হাজার ৮৭৮ জন।