ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট
অচলাবস্থা সচল হতে শুরু করেছে। স্থবিরতা ভেঙে জাগতে শুরু করেছে বিশ্ব। বুন্দেসলিগা দিয়ে মাঠে ফিরেছিল ফুটবল। অন্যান্য শীর্ষ লিগও শুরুর অপেক্ষায়। এবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
সরকারের অনুমতি সাপেক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রস্তাবিত ভেন্যু ও সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সরকার অনুমোদন দিলে এই সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ফেরার খবরে ক্রিকেটভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করলেও তাদেরকে আরও মাস খানেক অপেক্ষা করতে হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ হবে তাদের।
সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ১৬ ও তৃতীয় টেস্ট ম্যাচ ২৪ জুলাই ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে। অর্থাৎ, তিন সপ্তাহে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। প্রতিটি ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।
পরের মাসে সিরিজ থাকলেও আগামী ৯ জুন ইংল্যান্ডে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই সপ্তাহের কোয়ারেন্টিন ও অনুশীলনের জন্য বেশ আগেই ইংল্যান্ডে যেতে হচ্ছে ক্যারিবীয়দের।
এমিরেটসের একটি ফ্লাইটে ওল্ড ট্রাফোর্ডে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিন ও এক সপ্তাহের অনুশীলন শেষে প্রথম টেস্ট খেলতে সাউদাম্পটনে যাবে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে জীবাণুমুক্ত পরিবেশ, মেডিকেল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব নিশ্চিত করার সুবিধাসহ পারিপার্শ্বিক সবকিছু নিয়ে আলোচনা করার পর।
ইসিবির ইভেন্ট পরিচালক স্টিভ এলওর্দি বলেছেন, 'সরকার এবং আমাদের মেডিকেল দলের সঙ্গে আমাদের প্রতিদিনই কথা হচ্ছে। এই সময়ে তারা খুবই সহায়ক ছিল। এটা আমাদের প্রস্তাবিত তারিখ, এখানে সরকারের অনুমতির বিষয় রয়েছে।'