বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা
শনিবার (৭ অক্টোবর) হামাস যোদ্ধাদের ইসরায়েলের ভেতরে আক্রমণের পর দেশটির দক্ষিণাঞ্চলে এখনো নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ইসরায়েলি বাহিনী। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালাচ্ছে তারা।
রোববার স্থানীয় সময় সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্স-এর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
হামাসের সামরিক অভিযানে কমপক্ষে ২৫০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
১৯৭৩ সালের ইয়ম কিপুরের যুদ্ধের ৫০ বছর পূর্তি এবং ইহুদিদের বড় একটি ছুটির দিনে শনিবার আচমকা আক্রমণ চালায় ফিলিস্তিনের হামাস। হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজা উপত্যকায় আকাশ ও স্থলপথে পালটা আক্রমণ শুরু করে।
কমপক্ষে ৭৫ বছরের মধ্যে এটিই ইসরায়েলের জন্য সবচেয়ে প্রাণঘাতি একটি দিন। রোববার আইডিএফ-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, 'এ মুহূর্তেও ইসরায়েলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। এখনো দক্ষিণ ইসরায়েলে যুদ্ধ চলছে।'
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পালটা আক্রমণে গাজায় প্রায় ২৩০ জন নিহত ও এক হাজার ৭০০-এর মতো মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামাস অজানাসংখ্যক ইসরায়েলি বেসামরিক নাগরিক, সৈন্য ও কমান্ডারদের বন্দি করেছে।
শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, 'আমরা এখন যুদ্ধে জড়িয়ে পড়েছি এবং এ যুদ্ধে আমরা জিতব।' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার 'অটল' সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।