হামাসের বিরুদ্ধে নির্দয় যুদ্ধের শপথ নেতানিয়াহুর, ‘ব্ল্যাক ডে’র কঠিন জবাব’ দেবে ইসরায়েল
শনিবার (৭ অক্টোবর) হামাসের আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার শপথ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ সময় তিনি সামনের দিনগুলো কঠিন হবে বলে ইসরায়েলিদের সতর্ক করে দেন।
'ইসরায়েল ডিফেন্স ফোর্স হামাসের সক্ষমতা ধ্বংস করতে তাৎক্ষণিকভাবে মাঠে নামবে,' টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় বলেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর বক্তৃতার সময়ও ইসরায়েলের ভেতরে কমপক্ষে তিনটি স্থানে হামাস ইসরায়েলি বন্দিদের নিয়ে অবস্থান করছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, 'আমরা নির্দয়ভাবে তাদেরকে পঙ্গু করে দেব এবং ইসরায়েল ও তার জনগণের ওপর তাদের নিয়ে আসা এ কালো দিনের প্রতিশোধ নেব।'
'গাজার বাসিন্দারা বেরিয়ে পড়ুন। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে সর্বত্র অবস্থান নেব,' ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন।
শনিবার ইসরায়েলে অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি হামাস গোষ্ঠী। এরপর হামাসের সশস্ত্র যোদ্ধারা চারটি স্থান দিয়ে ইসরায়েলে ভেতরে অনুপ্রবেশ করে। হামাসের আক্রমণে কমপক্ষে ২৫০ ইসরায়েলি নিহত এবং দেড় হাজারের মতো আহত হয়েছেন।
হামাসের আচমকা এ হামলার জবাবে গাজা উপত্যকায় আকাশ ও স্থলপথে পালটা আক্রমণ শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পালটা আক্রমণে গাজায় প্রায় ২৩০ জন নিহত ও এক হাজার ৭০০-এর মতো মানুষ আহত হয়েছেন।
নেতানিয়াহু বলেন, 'আজকে (শনিবার) যা হয়েছে তা ইসরায়েলে আগে কখনো কেউ দেখেনি, এবং এমনটা যেন আবার না ঘটে তা আমি নিশ্চিত করব।'
তবে তিনি বলেন, 'এ যুদ্ধে সময় লাগবে। এটি কঠিন হবে। আমাদের সামনে কঠিন দিন অপেক্ষা করছে।'