যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের মূল ফোকাস সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের মূল ফোকাস হলো তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায়।
মঙ্গলবার (১০ অক্টোবর) নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সিইসি বলেন, "ওরা আমাদের ইলেকশন কমিশনের রোল, দায়িত্ব, অ্যাক্টিভিটিজ সম্পর্কে অনেক কিছুই জানতে চেয়েছে। আমরা তাদেরকে বোঝাতে পেরেছি যে, ইলেকশন কমিশনের রোল, ইলেকশন কীভাবে প্লে করে, গভর্নমেন্টের রোল কতটুকু, ওরা কীভাবে প্লে করে। সরকারের সঙ্গে ইলেকশনের কো-অর্ডিনেশনটা কীভাবে হয় এবং পুরো ইলেকট্রোরাল প্রসেসটা তুলে নিয়ে আসি।"
"ওনারা দেশে ফিরে গিয়ে পর্যালোচনা করে হয়তো সিদ্ধান্ত নেবেন যে, তারা কোনো অবজার্ভার টিম পাঠাবেন কি-না বা পাঠালেও কিভাবে পাঠাবেন", যোগ করেন তিনি।
আলোচনায় প্রতিনিধি দলের 'মূল ফোকাস' সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি তো বলেছি ওরা মূল্যায়ন করতে এসেছে। মূল ফোকাস হচ্ছে তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন চায়।"