চলমান যুদ্ধ ‘অন্যান্য ফ্রন্টেও’ শুরু হতে পারে: ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকলে চলমান যুদ্ধ 'অন্যান্য ফ্রন্টেও' শুরু হতে পারে; এর মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইঙ্গিত করেছেন।
আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার গভীর রাতে বৈরুতে পৌঁছান। এরপর লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধিরাও তাকে স্বাগত জানান।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "গাজায় অব্যাহত আগ্রাসন, যুদ্ধাপরাধ এবং অবরোধের পরিপ্রেক্ষিতে চলমান সংঘাত অন্যান্য ফ্রন্টে শুরু হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।"
আমির-আব্দুল্লাহিয়ান ইতিমধ্যে ইরাক সফর করেছেন এবং আঞ্চলিক সফরের অংশ হিসাবে সপ্তাহের শেষের দিকে সিরিয়ায় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
লেবাননের দক্ষিণ সীমান্তে তেহরানের মিত্র হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনার মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুত সফর করছেন।