ইরানের বুদ্ধিতে এই হামলা হয়েছে: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বুদ্ধিতে, ইরানের বসে হামাসের এই হামলার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ত।
শুক্রবার (১৩ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন গ্যালান্ত।
তার দাবির সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, '(প্রমাণের) দরকার নেই। এই বুদ্ধি ইরানের বুদ্ধি।'
তিনি আরো বলেন, 'হামাস, হিজবুল্লাহ ও ইরান একজোট, শয়তানের জোট। সবকিছুই সাধারণত ইরান থেকে পরিচালিত হয়। হামলার অনুমতি দিয়েছে ইরান, অর্থ সরবরাহ করেছে ইরান এবং হামলার পরিকল্পনাও পূর্ণ রূপ পেয়েছে ইরানে।'