গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের সময় স্কুলে হামলায় নিহত ৬: জাতিসংঘ
জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বোমাবর্ষণের সময় একটি বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
'এটি ভয়ংকর, এবং এতে আবারও বেসামরিক নাগরিকদের জীবনের মূল্যের প্রতি তীব্র তাচ্ছিল্য স্পষ্ট হয়ে উঠল,' বিবৃতিতে বলা হয়।
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, 'গাজায় আর কোনো স্থানই নিরাপদ নয়, এমনকি ইউএনআরডব্লিউএ-এর আশ্রয়কেন্দ্রগুলোও নয়।'
সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণের সময় ওই স্কুল হামলার সম্মুখীন হয়।
বিবৃতিতে এটি আরও উল্লেখ করে: 'ইউএনআরডব্লিউএ-এর বিদ্যালয়-আশ্রয়কেন্দ্রটিতে অন্তত চার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, এখনো নেই।'