ঘূর্ণিঝড় হামুন: লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে জাহাজ ও ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় হামুন-এর জন্য উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। এ ঘোষণার পরপরই লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে জাহাজ ও লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানান তারা।
এদিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযানে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরের পর থেকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে সব ধরনের জাহাজ ও ফেরি চলাচল বন্ধ ছিল।
স্থানীয়ভাবে জানা গেছে, লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৬টি জাহাজ চলাচল করে। এরমধ্যে ১টি লক্ষ্মীপুর-বরিশাল রুটের, অন্য ৫টি লক্ষ্মীপুর-ভোলা রুটের।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, লক্ষ্মীপুরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। এতে মেঘনায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে কোনো নৌযান যেন ছেড়ে না যায়, তা আমাদের তদারকিতে থাকবে।