মহাখালীতে অগ্নিকাণ্ডে ইন্টারনেট সেবা মারাত্মক ব্যাহত, কবে ঠিক হতে পারে জানালেন সেবাদাতারা
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। ইন্টারনেট সেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ভবনটিতে থাকা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, ভবনটি থেকে যন্ত্রপাতি সরানোর অনুমতি দেওয়া না হলে এ সমস্যার সমাধান হতে এক সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে।
খাজা টাওয়ারে প্রবেশ করে ডেটা সেন্টার চালু করতে পারলে ইন্টারনেট সেবা শিগগিরই মোটামুটি স্বাভাবিক করা যাবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতারা। কিন্তু ভবনটিতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শুক্রবার (২৭ অক্টোবর) আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞা সাংবাদিকদের বলেন, নিরাপত্তার জন্য ভবনটিতে এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে সেখানে কাজ করা যাচ্ছে না। আমাদের অ্যাকসেস না দিলে, ইকুইপমেন্ট বের করতে না দিলে তো এটা লাইভ করতে সময় লাগবে। ওই ভবন যদি আমরা সচল করতে না পারি তাহলে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হতে আরও এক সপ্তাহ সময় লেগে যাবে। আমাদের আজ একসেস দিলে আমরা আজই লাইভ করে ফেলব।
নাজমুল বলেন, জেনারেটর দিয়ে এখনও ডেটা সেন্টার চালু করা সম্ভব। তবে সেজন্য তাদেরকে ভবনে প্রবেশ করতে হবে।
বৃহস্পতিবার বিকালে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক মারাত্মক ব্যাহত হয়।
ওই সময় অপারেটরা জানায়, খাজা টাওয়ারে একটি আইসিএক্স আছে। সেটির মাধ্যমে টেলিযোগাযোগ সেবায় আন্তসংযোগ দেওয়া হয়। ওই আইসিএক্স বন্ধ হয়ে যাওয়ায় মুঠোফোনে কথা বলার ক্ষেত্রেও বিঘ্ন ঘটে।
বৃহস্পতিবার রাতে আইএসপিএ সভাপতি এমদাদুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, খাজা টাওয়ারে বড় দুটি ডেটা সেন্টার আছে, যেগুলোর সঙ্গে ১০-১২টি আইআইজি যুক্ত রয়েছে। সেগুলো থেকে কয়েকশো আইএসপি সেবা নিয়ে থাকে। সে কারণে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।