জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বাস
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাসটির সহকারী বলেন, 'পুরানা পল্টন মোড় থেকে চার–পাঁচজন যুবক বাসে ওঠে। এরপর তারা প্রেসক্লাবের সামনে নামে। তারা নামার পর যাত্রীরা আমাকে বলেন, তারা (যুবক) বাসে কিছু পাউডার রেখে গেছে। এ সময় বাকি যাত্রীরা নেমে পড়েন। এরপর বাসটিতে আগুন ধরে যায়।'
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা অবরোধ ডেকেছে বিএনপি।