রাঙ্গুনিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে দুটি ট্রাকে আগুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় এই ঘটনা ঘটে।
অবরোধ চলাকালে সড়কের গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। আটকে যাওয়া দুটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর পর সড়কের গাছ সরিয়ে নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন টিবিএসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নেভায়। পরে সড়ক থেকে গাছ কেটে সরানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক করা হয় যান চলাচল।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, "ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
এদিকে অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপ জানিয়েছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর কালুরঘাট সিএন্ডবি এবং পুরাতন চান্দগাঁও থানা এলাকায় দুটি মেট্রো প্রভাতি গাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে সোমবার রাত এবং মঙ্গলবার সকালে পৃথক তিন ঘটনায় তিনটি বাসে আগুন দয় দূর্বৃত্তরা। চট্টগ্রাম নগীর ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকা, বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এবং গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।