দেশে এখন ভোটার প্রায় ১২ কোটি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারসংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৬৩৩ জন।
বুধবার (১ নভেম্বর) হালনাগাদকৃত ভোটারসংখ্যার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
নভেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আসনভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করে ফেলেছে ইসি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকাভুক্ত হওয়া ও ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, 'এখন সারাদেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।'
এর আগে গেল মার্চে হালনাগাদ শেষে দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।