নেদারল্যান্ডসের বিপক্ষে জয় শরনার্থীদের উৎসর্গ করলেন আফগানিস্তান অধিনায়ক
নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে আফগানিস্তান। সাত ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে আফগানরা। বাকি দুই ম্যাচ জিতলে কিংবা একটিতেও জিতলে সমীকরণ মিলিয়ে সেমি-ফাইনালে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে রশিদ খান- গুরবাজদের।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টি আফগানিস্তান অধিনায়ক উৎসর্গ করেছেন শরনার্থীদের। উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আটকের ঘোষণা দেওয়ার পর দেশটি থেকে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি আফগান শরনার্থী বের হয়ে এসেছেন। উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছেন তারা।
এই জয় তাদেরকে উৎসর্গ করেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি, 'আমরা জানি অনেক শরনার্থী বিপদের মধ্যে আছেন। আমরা তাদের ভিডিও দেখছি এবং আমরা মর্মাহত। আমরা তাদের সাথেই আছি। এই জয় তাদের জন্য, যারা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।'
আফগানিস্তান সেমি-ফাইনালে যাওয়ার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আফগানদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে শহিদির ব্যক্তিগত কষ্টও, 'আমি তিন মাস আগে আমার মাকে হারিয়েছি। আমার পরিবারের সবাই শোকে কাতর। আমরা যদি সেমি-ফাইনালে যেতে পারি, এটি আমাদের দেশের জন্য বিশাল এক অর্জন হবে।'