আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুসই প্রথম এভাবে আউট হলেন
উইকেটে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, হেলমেটের বেল্ট ছিঁড়ে যাওয়ায় প্রস্তুত হতে দেরি হচ্ছিল তার। এভাবে সময় গেল বেশ কয়েক মিনিট। আর তাতেই তার সময় ফুরিয়ে গেল। কোনো বল মোকাবিলা না করেই সাজঘরে ফিরতে হলো লঙ্কান অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে, 'টাইমড আউট' হলেন ম্যাথুস।
ক্রিকেটে আইসিসি স্বীকৃত বেশ কয়েকটি আউট আছে, এর মধ্যে এটাও একটি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনই কোনো ব্যাটসম্যান এভাবে আউট হননি, ম্যাথুসই এই আউটের প্রথম শিকার। দলের দুঃসময়ে এভাবে আউট হয়ে রাজ্যের হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হলো শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ম্যাথুসকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যেই প্রস্তুত থাকতে হয় প্রথম বল মোকাবিলা করার জন্য। কিন্তু ম্যাথুস সেটা পারেননি। কালক্ষেপণ হওয়ায় আম্পায়ারের কাছে অভিযোগ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এটা অভিযোগ কিনা, তা সাকিবের কাছ থেকে নিশ্চিত হয়ে নেন অনফিল্ড আম্পায়ার। নিয়ম থাকায় ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়।
২৫ ওভারের খেলা চলছিল, দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে ফিরিয়ে দিয়েছেন সাকিব। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান ম্যাথুস। হেলমেট পরছিলেন তিনি, কিন্তু আঁটসাঁট করতে গিয়ে হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। হেলেমেটের জন্য বাইরে ইশারা করেন তিনি, হেলমেট নিয়ে একজন দৌড়েও আসেন।
সময় গড়ানোয় আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করেন সাকিব। আম্পায়াররা ডেকে ম্যাথুসকে বিষয়টি জানান। এ সময় ছেঁড়া বেল্ট দেখিয়ে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন লঙ্কান এই ব্যাটসম্যান। কিন্তু আম্পায়াররা নিয়মের বাইরে যাননি। সাকিবের কাছেও এগিয়ে যান ম্যাথুস। বাংলাদেশ অধিনায়কের শারীরিক ভাষা বলছিল, সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যে কেউ নন। ম্যাথুসকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন তিনি।