লক্ষ্মীপুর-৩, ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে ইসি
ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় সদ্যসমাপ্ত লক্ষ্মীপুর-৩, ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক পিংকু বিপুল ভোটে জয়লাভ করেন। এ নির্বাচনে সাম্প্রতিক অন্য উপনির্বাচনের তুলনায় ভোটারদের উপস্থিতি বেশি হয়েছিল বলে জানা গেছে।
তবে জাতীয় পার্টি ও জাকের পার্টির দুই প্রার্থী ভোট কারচুপির অভিযোগ তুলে লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন বর্জন করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মো. শাহজাহান আলম বিজয়ী হলেও এ আসনে ভোটার উপস্থিতি কম থাকার খবর পাওয়া গেছে।
নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।
এদিকে লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার বিষয়ে নির্বাচন কমিশন তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে। এর আগে এক ব্যক্তির নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও ভাইরাল হয়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন তদন্ত পরিচালনার নির্দেশনা দেন।