বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট: কাদের
বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অলোচনা সভাটির আয়োজন করে আওয়ামী লীগ ঢাকা মহানগরী দক্ষিণ।
বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, 'ওদের (বিএনপি) একটা কথা জিজ্ঞেস করবেন, ৭ নভেম্বর ওদের জাতীয় দিবস। ওদের জাতীয় দিবসের কর্মসূচি ওরা কেন বন্ধ করলো। আওয়ামী লীগ নাকি বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট। এই দলটির আন্দোলন সংগ্রাম সব ভুয়া।'
তিনি বলেন, 'জাতীয় দিবসের কর্মসূচি বন্ধ করে দেয় যে দল তারা ভীরু, কাপুরুষ। তাদের রাজনীতি করার দরকার নাই। তারা তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেও সাহস পায়না। এই কাপুরুষদের কাছে রাজনীতি কি মানায়? এই কাপুরুষদের রাজনীতি তো এখানেই বোঝা যায়।'
তিনি আরও বলেন, 'এই দেশে পর্দার অন্তরালে যে সব ঘটনা ঘটেছে সে সব ঘটনা আমাদের ইতিহাসকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। ৩ নভেম্বর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। এই জিয়া সেই জিয়া যে জিয়াকে সিপাহি জনতার অভ্যুত্থানের পরিচয়ে কর্নেল তাহের প্রাণে বাঁচিয়েছিল। সে কারাবন্দি ছিল। ক্যান্টনমেন্টে বন্দী ছিল। তাকে উদ্ধার করেছিলো। পরিণামে জিয়াউর রহমান সেই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে।'
ওবায়দুল কাদের বলেন, 'ফাঁসিতে ঝুলিয়ে কত সৈনিক, মুক্তিযোদ্ধা অফিসারদের নৃশংসভাবে জিয়াউর রহমান হত্যা করেছে। এই জিয়া হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতির চালু করেছে, আর তার উত্তরাধিকার খালেদা জিয়া, তারেক রহমানরা আগুন সন্ত্রাসের সূচনা করেছে বাংলাদেশে। তারা ২০১৪, ২০১৫ ও ২০০১ সালে রক্তের বন্যায় সারা বাংলাদেশ বইয়ে দিয়েছিলো।
তিনি বলেন, '২৮ তারিখ (অক্টোবর) চলে গেল...সেই ২৮ তারিখেই শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে যাওয়া টানেল উদ্বোধন করেছেন। এখন কোথায়? সব পালিয়েছে। নয়াপল্টনে দাঁড়িয়ে তারা বলেন, আওয়ামী লীগ নাকি পালাচ্ছে, শেখ হাসিনা পালাচ্ছে। শেখ হাসিনা এখন সৌদি আরবে হজ করতেছেন। আপনারা কে, কোথায়? কেন আজ কারাগারে? যারা কারাগারে, তারা দায় অস্বীকার করতে পারবেন না।'
সেতুমন্ত্রী বলেন, 'পুলিশের সঙ্গে মারামারি বাধিয়ে, একজন পুলিশকে নির্মমভাবে হত্যা করে, পুলিশের ওপর হামলা করে..., সেই সময় মির্জা ফখরুল ভাবলেন, আরে ঘটনা তো খারাপ।'
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি।