সীতাকুণ্ডে পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/11/10/twin_sisters_drown_in_chattogram_pond.jpeg)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারো আউলিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে পাঁচ বছরের যমজ বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ওহিদুল আলম চৌধুরী।
নিহত দুই বোন সিনথিয়া ও স্নেহা বারো আউলিয়ার মোহাম্মদ এরশাদের মেয়ে।
ওহিদুল আলম জানান, দুপুর আড়াইটার দিকে যমজ দুই বোন খেলতে বেরিয়েছিল। ঘণ্টাখানেক পরে তাদের মা উঠোনে মেয়েদের দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে অনুসন্ধান শুরু করেন। বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওহিদুল আলম।