বোলাররা রোবট হয়ে যাবে, বলছেন ওয়াসিম আকরাম
করোনাভাইরাসের প্রকোপে বদলে যাচ্ছে বিশ্ব। চেনা পৃথিবী হয়ে উঠছে অচেনা। এরই মধ্যে অনেক পরিবর্তনের সঙ্গে পরিচয় হয়েছে বিশ্ববাসীর। অন্যান্য জায়গার মতো ক্রিকেটেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্ত থাকতে সাময়িকভাবে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এর মধ্যে অন্যতম বলে লালা ব্যবহার নিষিদ্ধের ব্যাপারটি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বলের এক পাশের ঔজ্জ্বল্য ধরে রাখতে বলে লালা ব্যবহার করেন থাকেন বোলাররা। কিন্তু করোনা পরবর্তী ক্রিকেটে লালার ব্যবহার থাকছে না। ভুলবসত দুইবার লালা ব্যবহার করে ফেলতে পারে কোনো দল। এর বেশি হলেই শাস্তি হিসেবে গুনতে হবে ৫ রানের পেনাল্টি।
বলে লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলারদের জন্য কঠিন হবে, এটা অনুমেয় ব্যাপারই। এ কারণে বোলারদের নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম। লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলাররা রোবটের মতো হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, 'বলে লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলাররা রোবটে পরিণত হবে। কোনো ধরনের সুইং ছাড়াই বোলিং করে যেতে হবে তাদের।'
পাকিস্তানের সাবেক এই পেসার মনে করেন, বোলাররা কোনো সুইং-ই পাবেন না। বোলিংয়ে সুবিধা করতে বল পুরনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বোলারদের।
বলে লালা ব্যবহারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওয়াসিম বলেন, 'এটা আমার জন্য হাস্যকর পরিস্থিতি, কারণ বল উজ্জ্বল রাখতে এবং সুইং করাতে লালা ব্যবহার করে আমি বড় হয়েছি। তবে কঠিন এই সময়ে সতর্কতা অবলম্বন করার পক্ষে আমি। সুইং পেতে বল পুরনো ও উইকেট রুক্ষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বোলারদের।'
লালা ব্যবহার নিষিদ্ধ করা হলেও ঘাম ব্যবহার করা যাবে বলে। কিন্তু এতে সমস্যা দেখছেন ওয়াসিম। অতিরক্ত ঘাম ব্যবহারে বল ভারী হয়ে উঠবে বলে মনে করেন তিনি। এ কারণে বিকল্প উপায় বের করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের হয়ে ৯২ বিশ্বকাপ জেতা সাবেক এই পেসার।
টেস্টে ৪১৪ উইকেট এবং ওয়ানডেতে ৫০২ উইকেট নেওয়া ওয়াসিম বলেন, 'বেশি ঘাম ব্যবহারের কারণে বল অতিরিক্ত পরিমাণে ভিজে যাবে। আমার মনেহয় তাদের একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করতে হবে। সুইংয়ের জন্য ভ্যাজলিন জাতীয় পদার্থ ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটার পরিমাণ কতটুকু? এটা কেমন হয়, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটা দেখার সুযোগ আছে। কারণ এমন অভিজ্ঞতা আমার কখনও হয়নি।'