পুলিশের উপস্থিতিতে মিরপুরে আ. লীগের সমাবেশের কাছে বাসে আগুন
রাজধানীর মিরপুরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে আজ রোববার আওয়ামী লীগের সমাবেশের কাছে দিনে-দুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
প্রজাপতি পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর থেকে মিরপুর-১-এর দিকে যাচ্ছিল। আ.লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি মিরপুর-১০ মোড়ে পৌঁছালে যাত্রীবেশে বাসে ওঠা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এতে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার দৈনিক প্রথম আলোকে বলেন, তিনি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় দেখেন, বাসে আগুন জ্বলে উঠছে। আগুন নেভাতে গিয়ে তার হাতে আঘাত লেগেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মোহম্মদ মোহতারিম বলেন, 'হঠাৎ করেই যাত্রীবেশে ওঠা কিছু দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দেয়। সব যাত্রী হুড়াহুড়ি করে নিরাপদ স্থানে চলে যাওয়ায় পুলিশ অপরাধীদের খুঁজে বের করতে পারেনি।'
আজ রাজধানীর সূত্রাপুর এলাকায়ও আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলগুলোর ঘোষিত দেশব্যাপী চতুর্থ দফা অবরোধের মধ্যে বাসে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটেছে।
এদিকে দুই দিনব্যাপী অবরোধের ঠিক আগে গতকাল রাতে রাজধানীতে আরও ছয়টি বাসে আগুন দেওয়া হয়।
মতিঝিল, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী, তালতলা ও আগারগাঁওয়ের কাফরুল থানা এলাকায় রাত ৮টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ১১টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
২৮ অক্টোবর থেকে ঢাকায় মোট ৭৩টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ডেমরায় এমনই এক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন চালকের সহকারী।