রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে আজ দুপুরে রাজধানীর মিরপুরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে আওয়ামী লীগের সমাবেশের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
প্রজাপতি পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর থেকে মিরপুর-১-এর দিকে যাচ্ছিল। আ.লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি মিরপুর-১০ মোড়ে পৌঁছালে যাত্রীবেশে বাসে ওঠা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এতে আগুন ধরিয়ে দেয়।