ফাইনালে হারের পর ভারতের ড্রেসিংরুমে নরেন্দ্র মোদি
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় দেড় লাখ ভারতীয় সমর্থক, মাঠের বাইরে সারা দেশজুড়ে আরো প্রায় ১৫০ কোটি ভারতীয়র চোখে ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
সেই স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই সমর্থকদের চেয়ে কষ্টটা ভারত দলের খেলোয়াড়দেরই বেশি। গত কয়েক মাসের পরিশ্রম ও দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপ জয় থেকে এক ধাপ দূরেই থামতে হয়েছে তাদের।
তবে হারলেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা। ফাইনাল শেষেই যেমন ভারতের ড্রেসিংরুমে যান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার একটি ছবি পোস্ট করেছেন ভারত দলের পেসার ও এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকার করা মোহাম্মদ শামি।
নিজের এক্স অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন শামি, যেখানে দেখা যাচ্ছে শামিকে জড়িয়ে ধরে স্বান্তনা দিচ্ছেন মোদি। শামি ক্যাপশনে লিখেছেন, 'দুর্ভাগ্যবশত গতকালকের দিনটা আমাদের ছিল না। আমি সব ভারতীয়কে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দলকে পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থন দিয়ে গেছেন। বিশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল চাঙা করার জন্য। আমরা ফিরে আসব।'