‘একটি দল’ যদি নির্বাচনে আসে, তাহলে আমরা পেছানোর কথা বিবেচনা করব: ইসি আনিছুর
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর বলেছেন, 'একটি দল' যদি নির্বাচনে আসে তাহলে আমরা সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে (তফসিল) পেছানোর।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জ জেলার রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সভা শেষে বিএনপির নাম না উল্লেখ করে বেলা ২টায় সাংবাদিকদের ইসি আনিছুর বলেন, একটি দল যদি নির্বাচনে আসে, তাহলে নির্বাচনের তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারে ইসি।
'দুই দিন আগেও আমাদের নির্বাচনের এক কমিশনার (রাশেদা সুলতানা) একটি দলের নাম নিয়ে বলেছেন, যদি তারা নির্বাচনে আসে, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে পেছানোর। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি।'
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে শতভাগ দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শতভাগ অংশগ্রহণ কখনোই আসেনি, ইতিহাস তার সাক্ষী। অধিকাংশ দল যখন নির্বাচন করে, তখনই নির্বাচনী আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহবান জানাচ্ছি, নিবন্ধিত ৪৪টা দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে দু-একটি দল অংশ না নিলে, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।'
এই নির্বাচন কমিশনার আরও বলেন, 'নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে, নাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নিশ্চয়ই এটা আমাদের কাম্য হতে পারে না।'
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, 'এপর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। এটা নির্বাচনকে উপলক্ষ করেই হচ্ছে, কিন্তু নির্বাচনী পরিবেশকে বিগ্নিত করছে– এমন কিছু পরিলক্ষিত হয়নি।'
প্রসঙ্গত, গত সোমবার নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছিলেন, বিএনপি ও সমমনা দলগুলো যদি নির্বাচনে অংশ নেয় তাহলে প্রয়োজনে তফসিল পুনর্বিবেচনা করা হতে পারে।
ওইদিন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপি নির্বাচনে আসলে কোন 'স্পেস' দেয়া হবে কি-না, জানতে চাইলে ইসি রাশেদা বলেন, 'বিস্তারিত এখন কিছুই বলবো না। উনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না। আসলে তো বিবেচনা করবোই। অবশ্যই করবো। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।'