ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সংঘর্ষ নিয়ে তদন্ত শুরু ফিফার
মারকানায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শুরুর আগে গ্যালারিতে মারামারির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিলিয়ান পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
দুই পক্ষের মারামারির কারণে ম্যাচটি নির্ধারিত সময় থেকে প্রায় ২৫ মিনিট পরে শুরু হয়। এই ঘটনা নিয়ে তদন্ত করবে ফিফা। শাস্তি পেতে পারে দুই দেশের ফেডারেশনই।
জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলের জাতীয় সঙ্গীত চলার সময় তারা দুয়ো দিয়েছেন। তবে আর্জেন্টিনা সমর্থকদের দাবি, ব্রাজিলের পুলিশ পিটিয়েছে তাদেরকে।
বিবিসি বলেছে, কিছু উগ্র সমর্থক সিট উঠিয়ে ছুঁড়ে ফেলে দিতে শুরু করেন প্রতিপক্ষ সমর্থকদের দিকে। এরপরই পুলিশ লাঠি হাতে আর্জেন্টিনা সমর্থকদের উপর চড়াও হন।
ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। তবে যে কারণেই হয়ে থাকুক, দুই দেশের ফুটবল ফেডারেশনই শাস্তি পেতে পারে।
শুক্রবার এক বিবৃতিতে ফিফা লিখেছে, 'ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি কাজ শুরু করেছে'।