কিশোরগঞ্জে লাইনচ্যুত ইঞ্জিন-বগি উদ্ধার, ১৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর আবারও ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ এবং চট্টগ্রামের সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও দুই বগি উদ্ধারের পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় গচিহাটা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আউটার এলাকায় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রনের ইঞ্জিন এবং দুইটি বগি (একটি লাগেজ ভ্যান) লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ এবং চট্টগ্রামের সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. আমিনুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দুর্ঘটনার পর রাতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও দুই বগি উদ্ধারে কাজ শুরু করে।
তিনি বলেন, "উদ্ধারকাজ শেষে রোববার সকাল সাড়ে ৯টায় বন্ধ থাকা দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।"