অবিশ্বাস্য গোলে রোনালদো-রুনিকে মনে করালেন গার্নাচো
প্রিমিয়ার লিগ তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা এক গোল করেছেন আলেহান্দ্রো গার্নাচো। ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার ভাসছেন প্রশংসায়। ইউনাইটেডেরই সাবেক দুই কিংবদন্তি ওয়েইন রুনি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও গার্নাচোর তুলনা চলছে।
ক্যারিয়ারের বিচারে রোনালদো কিংবা রুনির ধারেকাছে যেতেও বহু পথ পাড়ি দেওয়া বাকি গার্নাচোর। কিন্তু এভারটনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোলে দুই ইউনাইটেড কিংবদন্তিকেও যেন ছাড়িয়ে গেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০১২ সালে ম্যানচেস্টার ডার্বিতে ওল্ড ট্র্যাফোর্ডে অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেছিলেন রুনি। প্রিমিয়ার লিগের ইতিহাসেই সেটি সেরা গোলের মর্যাদা পায়। আর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেছিলেন রোনালদো। গার্নাচোর গোল হার মানিয়েছে সেই দুই গোলকেও!
ম্যাচের মাত্র তিন মিনিটে দিয়োগো ডালোটের ক্রস ভেসে আসে এভারটনের বক্সে। যা আপাতদৃষ্টিতে গার্নাচোর ধরাছোঁয়ার বাইরেই ছিল। কিন্তু ইউনাইটেড উইঙ্গার জন্ম দিলেন অবিশ্বাস্য এক মুহূর্তের। হাওয়ায় ভেসে বাইসাইকেল কিকে বল পাঠালেন এভারটনের জালে। গোল করেই নিজের আইডল রোনালদোর বিখ্যাত সেই উদযাপনও করেন গার্নাচো।
এই গোলের পর কেউ কেউ তো এখনই গার্নাচোকে পুসকাস অ্যাওয়ার্ড দিয়ে দিতে চাচ্ছেন। বছরের সেরা গোলের জন্য ফিফা কর্তৃক এই পুরস্কার দেওয়া হয়। অবশ্য যেখানে সর্বকালের অন্যতম সেরা গোল হিসেবেই এটিকে মনে করা হচ্ছে তাতে পুসকাস পাওয়া গার্নাচোর জন্য সময়ের অপেক্ষা কেবল।