লক্ষ্মীপুরে একই আসনে স্বামীর নৌকায়, স্ত্রীর স্বতন্ত্র মনোনয়ন দাখিল
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন মনোনয়ন দাখিল করেছেন। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ও বিকেলে তারা পৃথকভাবে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে মনোয়নপত্র জমা দেন।
স্ত্রী লুবনার মনোনয়নপত্র জমার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, 'কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীই দায়ী হবেন। আর দল থেকে ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। এ কারণেই আমার স্ত্রীসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।'
উল্লেখ্য, এ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।