ক্যান্সারের অ্যান্টিবডি তৈরির জন্য এআই কোম্পানির সাথে চুক্তি অ্যাস্ট্রাজেনেকার
করোনার টিকা প্রস্তুতের জন্য বিখ্যাত ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা পিএলসি– যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যাবস্কি কর্পোরেশনের সাথে চুক্তি করেছে। এই চুক্তির উদ্দেশ্য– ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর একটি অ্যান্টিবডি আবিষ্কার। চিকিৎসা গবেষণায় এআই প্রযুক্তি কাজে লাগানোর ঘটনা যেভাবে বিস্তার লাভ করছে, এটি তারই উদাহরহণ।
যুক্তরাজ্য- সুইডেনের যৌথ উদ্যোগের বহুজাতিক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা জানিয়েছে, অ্যাবস্কির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রোটিন বিশ্লেষণে কাজে লাগিয়ে উপযুক্ত অনকোলজি থেরাপি খোঁজা হবে। বর্তমানে এই বিষয়ে গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা।
সাম্প্রতিক সময়ে বৃহৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো– নতুন অথচ সম্ভাবনাময় এআই ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। নানান বিষয়েই হচ্ছে এসব চুক্তি, যার মধ্যে নতুন রোগের নিরাময় সন্ধান থেকে শুরু করে ওষুধ প্রস্তুতের খরচ কমিয়ে আনাও রয়েছে।
তেমনই একটি নবীন প্রতিষ্ঠান অ্যাবস্কি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিন ম্যাকক্লেইন বলেন, ওষুধ আবিষ্কারের কৃত্রিম বুদ্ধিমত্তা যেসব প্রকৌশল সুবিধা এনে দেয়, তা গবেষণা বা ওষুধ প্রস্তুতের সময় অনেকটাই কমিয়ে আনে, আবার সাফল্যের সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে।
সাম্প্রতিক চুক্তির আওতায় অ্যাবস্কিকে গবেষণা ও ওষুধ উন্নয়নের ফি বাবদ আগাম অর্থ দেবে অ্যাস্ট্রাজেনেকা। একইসঙ্গে ওষুধ বিক্রির রয়্যালটিও পাবে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্য-ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাবস্কির নিউইয়র্কে একটি এআই গবেষণা ল্যাবরেটরি রয়েছে। এই গবেষণাগারে কোটি কোটি প্রোটিন কণার মধ্যেকার মিথস্ক্রিয়ার পরিমাপের মাধ্যমে তথ্য তৈরি করা হয়।
পরে এসব তথ্য দিয়ে জেনারেটিভ এআই'কে প্রশিক্ষিত করা হয়, প্রশিক্ষিত এআই উপযুক্ত অ্যান্টিবডি ডিজাইন বা এর কার্যকারিতে যাচাই করতে পারে।