বিলিয়ন ডলারের সম্পত্তি বাগানের মালীকে দান করতে চান এরমেসের প্রতিষ্ঠাতার নাতী!
উত্তরাধিকার সূত্রে বিলাসবহুল ফ্যাশন কোম্পানি এরমেসের ৫ থেকে ৬ ভাগ শেয়ারের মালিকানা পেয়েছেন নিকোলাস পুয়েচ। অর্থের হিসেবে যা ৯ থেকে ১০ বিলিয়ন ইউরো। তিনি এ বিখ্যাত কোম্পানিটির প্রতিষ্ঠাতা থিয়েরি হেনরির নাতী।
তবে বর্তমানে ৮০ বছর বয়সী নিকোলাসের নেই কোনো স্ত্রী-সন্তান। তাই তার বিশাল অঙ্কের ধনসম্পদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এবার এই ফ্রেঞ্চ ধনকুবের জানালেন, তার বিপুল পরিমাণ এই সম্পত্তি নিজের বাড়ির সাবেক এক মালীকে দান করে দিতে চান তিনি।
মরক্কে জন্মগ্রহণ করা ঐ মালী বাগান পরিচর্চার পাশাপাশি নিকোলাসকে নানা কাজে সহায়তা করতেন। বর্তমানে তার বয়স ৫১ বছর।
সুইজারল্যান্ডের ভ্যালাইসে জন্ম নেওয়া নিকোলাস ইতিমধ্যেই প্রাক্তন মালীকে সন্তান হিসেবে দত্তক নিয়ে সম্পত্তি দানে উদ্যোগ গ্রহণ করেছেন। এ সংক্রান্ত কাগজপত্র তৈরি করা থেকে শুরু করে আইনজীবীদের সহায়তা নিচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি নিজের ইচ্ছা বাস্তবায়নে সমর্থ হবে কি-না সেটি নিয়ে রয়েছে সন্দেহ।
সুইজারল্যান্ডের আইনি কাঠামোতে একজন প্রাপ্তবয়স্ককে দত্তক নেওয়ার ক্ষেত্রে বেশকিছু জটিলতা রয়েছে। যদিও এটি সম্পূর্ণরূপে অসম্ভব কিছু নয়।
এদিকে ২০১১ সালে নিকোলাস জেনেভা-ভিত্তিক ফাউন্ডেশন আইসোক্রেটিস-এর সাথে উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। আর এর ফলেই মূলত বর্তমানে দত্তক গ্রহণ করে সম্পত্তি দানে জটিলতা দেখা দিয়েছে।
এএফপির পক্ষ থেকে ফাউন্ডেশনটির সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, উত্তরাধিকার চুক্তি বাতিল করার জন্য নিকোলাসের নতুন ইচ্ছা সম্পর্কে তারা জানতে পেরেছে। তবে চুক্তি বাতিল করে বিকল্প হিসেবে এই ধনকুবের কী করছেন সেটা সম্পর্কে তারা জানেন না।