গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বাইডেনকে খোলা চিঠি ১৪০টির বেশি ইহুদি সংগঠনের
হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মার্কিন ইহুদি সংগঠনগুলো ইসরায়েলকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়ে গেলেও ধীরে ধীরে যুদ্ধবিরতির দাবিতে সরব হওয়া তরুণ ইহুদির সংখ্যা বাড়ছে। তারই প্রতিফলন দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাঠানো এক খোলা চিঠিতে।
১৪০টির বেশি ইহুদি সংগঠনের পাঁচ শতাধিক কর্মী গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেসের কাছে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ওই চিঠিতে তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরাইলকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন।
ওই চিঠিতে বলা হয়েছে, 'আমাদের অনেকেই চমৎকার ইহুদি সম্প্রদায় গঠনে আমাদের জীবন উৎসর্গ করেছি। আমরা জানি এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। আমরা জানি যে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা এখানে থাকতে এসেছে—তারা একে অপরের লড়াই চালিয়ে গেলে ইহুদিদের নিরাপত্তা কিংবা ফিলিস্তিনিদের স্বাধীনতা, কোনোটাই অর্জিত হবে না।'
এর আগে যেসব ইহুদি যুদ্ধবিরতির সমর্থনে চিঠি দিয়েছেন, তাদের চেয়ে এই চিঠির গুরুত্ব অনেকটাই বেশি। কারণ মার্কিন ইহুদি সমাজের বড় একটি অংশ এ চিঠিতে স্বাক্ষর করেছে। সিনাগগ, স্থানীয় ইহুদি সম্প্রদায় কেন্দ্রি, সমাজসেবামূলক সংস্থা, মানবকল্যাণ সংস্থা এবং ইহুদি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো স্বাক্ষর করেছে এই চিঠিতে।
চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় যুদ্ধবিরতি সমর্থনকারী সংগঠন তো আছে, সেইসঙ্গে এমন অনেক নেতার স্বাক্ষরও আছে যারা ইসরায়েলের কট্টর সমর্থক এবং আগে যুদ্ধবিরতির দাবি জানানো ও হামাসের প্রতি সহানুভূতি দেখানো ব্যক্তিদের কড়া সমালোচনা করেছেন।
মোদ্দা কথা, বহু পরস্পরবিরোধী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তি যুদ্ধবিরতির দাবি জানিয়ে নতুন এ চিঠিতে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বোমাবর্ষণ এবং পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ১৭ হাজার ৮০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগ নারী ও শিশু।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হয়েছিল। কিন্তু ভেটোর মাধ্যমে সেই প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।