বড় জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দুবাইতে স্বাগতিক আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক রাব্বি ও স্পিনার পারভেজ রহমান জীবন। দুজনের দুর্দান্ত বোলিংয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৮ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত। স্বাগতিকদের ইনিংসে কেউই ৩০ এর বেশি রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে রাব্বি ৩২ রানে নেন চার উইকেট, অফ স্পিনার জীবনও চার উইকেট নেন মাত্র ২৬ রান খরচায়।
প্রথমে ব্যাট করে ২২৮ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার শিবলি ও জিসান ৭৪ রানের জুটি গড়েন। ইনিংস সর্বোচ্চ ১০২ বলে ৭১ রান করেন শিবলি। জিসানের ব্যাট থেকে আসে ৪২ রান। এছাড়া ২২ রান করেছেন আরিফুল ইসলাম।
নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। বাংলাদেশের গ্রুপের আরেক দল শ্রীলঙ্কা।