যুব এশিয়া কাপ: এবার জাপানকে উড়িয়ে দিল বাংলাদেশ
জাপানকে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। দুবাইতে জাপানকে ২৩২ বল হাতে রেখে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। বড় কোনো অঘটন না ঘটলে শেষ ম্যাচ হারলেও শেষ চারে খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
দুবাইতে জাপানের দেওয়া মাত্র ১০০ রানের লক্ষ্য ১১.২ ওভার খেলে এক উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। ওপেনার আশিকুর রহমান শিবলী ৪৫ বলে আট চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার জিসানের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৯ রান।
টসে জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে দেয় ব্লু সামুরাইদের। যদিও বাংলাদেশকে ৪৭ ওভার পর্যন্ত বল করতে হয়েছে। জাপানের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করা ওপেনার নিহার পারমার খেলেছেন ৮০ বল। বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাব্বি ও আরিফুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।