যান্ত্রিক ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হওয়ার এক মাস পরই ফের উৎপাদন বন্ধ হলো রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের।
বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে উৎপাদন বন্ধ রয়েছে।
তবে আজ রাতের মধ্যেই ফের উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর এ নিয়ে ৮ম বারের মতো রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হলো।
২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে এ তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। কেন্দ্রটি দেশের জ্বালানি অবকাঠামোর শক্তিশালী করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎকেন্দ্রের নির্মাণ শুরু হয়।