দুই ঘণ্টা পর খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে দুই ঘণ্টার কিছু বেশি সময় চিকিৎসা দেওয়ার পর তাঁকে আবার কেবিনে নেওয়া হয়েছে।
প্রায় চার মাস ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
সিসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়। জটিলতা নিয়ন্ত্রণ করে তাঁকে আবার রাত সাড়ে ৭টার কিছু পরে কেবিনে নিয়ে আসা হয়।
লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী।
গত ৯ আগস্ট থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন।
২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে পুরান ঢাকার কারাগারে পাঠানো হয়। পরে একই বছর দুর্নীতির আরেকটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।