২৪ ঘণ্টায় বিএনপির ৮০ নেতাকর্মী গ্রেপ্তার: রিজভী
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৮০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গ্রেপ্তার ছাড়াও এ সময়ের মধ্যে বিএনপির ৪৩৬ জন সদস্যের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।
এছাড়া রিজভী আরও উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
'জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার জঙ্গিবাদের নাটক সাজিয়েছে,' বলেন বিএনপির এ সিনিয়র নেতা।
রিজভী গণতান্ত্রিক দেশগুলোকে 'আওয়ামী লীগের একতরফা ডামি নির্বাচনের' বিরুদ্ধে সোচ্চার হতে এবং শেখ হাসিনার 'জঙ্গিবাদের প্রোপাগান্ডায়' বিশ্বাস না করতে আহ্বান জানান।
'দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়,' বলেন রিজভী।
তিনি বলেন, 'কীভাবে নির্বাচন করলে জনগণ বুঝতে পারবে না যে এটা পাতানো নির্বাচন হচ্ছে — সেই কৌশল নিয়ে প্রশাসন ব্যস্ত।'
রিজভী বলেন, 'যখন দেশের মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে, তখন মাফিয়া সিন্ডিকেট সঙ্কট পরিস্থিতিকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর কৌশলে ব্যস্ত।'