চ্যাম্পিয়ন্স লিগ ড্র: শেষ ষোলোয় কে খেলবে কার সঙ্গে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। কে কার বিপক্ষে খেলবে তা নির্ধারিত হয়েছে সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তরে হওয়া ড্রতে।
নক-আউট পর্বে দেখা যাবে কয়েকটি জিভে জল আনা লড়াই। বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি, ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে জার্মান দল আরবি লাইপজিগকে।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল খেলবে পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে।
আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বায়ার্ন মিউনিখ খেলবে আরেক ইতালিয়ান দল ল্যাজিওর বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন।
কিলিয়ান এমবাপ্পের পিএসজির প্রতিপক্ষ স্প্যানিশ চমক রিয়াল সোসিয়েদাদ। প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ২০, ২১ ফেব্রুয়ারি, ফিরতি লেগের ম্যাচ ৫,৬ ও ১২, ১৩ মার্চ।