শাহরুখ নিজের জন্য যে সিনেমা বানিয়েছেন
"আমি 'জাওয়ান' বানালাম। কিন্তু দেখলাম এটা তরুণ প্রজন্মের জন্য, নিজের জন্য কিছুই বানাইনি। এরপর আমি 'ডানকি' বানালাম। এই সিনেমাটি আমার হৃদয়ের খুব কাছাকাছি। বছর শুরু হয়েছিল 'পাঠান' দিয়ে। এখন আমি নিজের জন্য একটা সিনেমা দিয়ে বছর শেষ করতে চাই।"
নিজের বহুল প্রতীক্ষিত 'ডানকি' সিনেমা নিয়ে এভাবেই মন্তব্য করেছেন বলিউড বাদশাহ শাহরুখ।
সিনেমাটির মাধ্যমে দর্শকদের মাঝে 'হাসি খেলার ছলে' পরিবার ও দেশের প্রতি ভালোবাসার এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে দিতে চান বলে জানান কিং খান। দুবাইয়ের গ্লোবাল ভিলেজে এক প্রচারণায় একইসাথে 'ঝুমে জো পাঠান' গানেও পারফর্ম করেন তিনি।
শাহরুখ বলেন, "শুটিং শেষে আমরা সবাই যখন 'ডানকি' সিনেমাটা দেখি তখন মনে হলো 'থ্রি ইডিয়টস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানী ভালোবাসার গল্প তৈরি করে করেছেন।"
সিনেমাটি সম্পর্কে শাহরুখ আরও বলেন, "এটি খুবই মর্মস্পর্শী একটি সিনেমা। এটি প্রেমের গল্প, মাঝে অ্যাকশন আছে, যা হিরানী এর আগে কখনোই দেখাননি। আরো অনেক সিক্যুয়েন্স আছে যা আমি নিজেও কখনো করিনি।"
সিনেমার ট্রেইলার প্রসঙ্গে কিং খান বলেন, "রাজু কখনোই তার সিনেমার ট্রেইলার বা টিজার প্রকাশ করেন না। সে চায় দর্শক সরাসরি সিনেমা হলে গিয়ে তার সিনেমাটি উপভোগ করবে।"
সুপারস্টার শাহরুখ সিনেমাটিতে থাকা পার্শ্ব অভিনেতা ভিকি কৌশলেরও বেশ প্রশংসা করেন। তিনি বলেন,"ভিকি কৌশল একজন দারুণ বন্ধু। আমি মনে করি আমার যেসকল চমৎকার অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার মধ্যে ভিকি অন্যতম। আপনারা 'ডানকি' তে তাকে যখন দেখবেন তখন তার প্রতি অনেক ভালোলাগা চলে আসবে। সে অসাধারণ কাজ করেছেন এবং আমার অনেক কিছু শেখার সুযোগ হয়েছে তার কাছ থেকে।"
'ডানকি'তে ভিকি কৌশল ছাড়াও শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, জ্যোতি সুভাস প্রমুখ। প্রচারণা ব্যয়সহ সিনেমাটির বাজেট ১২০ কোটি রুপি। সিনেমাটি ২১ ডিসেম্বর মুক্তি পাবে।