ডিজনি, পিকাসো, টলকিন…২০২৪ সালে যেসব বই, সিনেমা, শিল্পকর্ম পাবলিক ডোমেইনে যাচ্ছে
প্রতিবছরই লেখক ও শিল্পীদের বিখ্যাত কিছু সৃষ্টি বা কর্ম বিনামূল্যে ব্যবহারের জন্য পাবলিক ডোমেইনে মুক্তি দেওয়া হয়। আগামী বছর নতুন আরো যেসব সিনেমা, বই, শিল্পকর্ম পাবলিক ডোমেইনে মুক্তি পাবে সেগুলোর কথা জানিয়েছে অলাভজনক জার্নাল দ্য পাবলিক ডোমেইন রিভিউ। এসবের মধ্যে ডিজনি, টলকিন ও পিকাসোর মতো বিখ্যাত শিল্পীর সৃষ্টিগুলোও রয়েছে।
মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, যেসব সিনেমা আগামী বছর পাবলিক ডোমেইনে মুক্তি পাবে সেগুলো হলো-
• সের্গেই এজেইনস্টাইনের 'অক্টোবর: টেন ডেস দ্যাট শুক দ্য ওয়াল্র্ড।'
• ওয়াল্ট ডিজনি'র 'স্টিমবোট উইলি'
• কার্ল থিওডর ড্রেয়ারের 'দ্য প্যাশন অব জোয়ান অব আর্ক
উপন্যাস, বই ও কবিতাগুলোর মধ্যে রয়েছে-
• কার্ল ব্লসফেল্ডটসের 'আরফরমেন ডার কানস্ট'
• ওয়ান্ডা গ্যাগসের 'মিলিয়ন অব ক্যাটস'
• ডব্লিউ. ই. বি. ডুস বয়েসের 'ডার্ক প্রিন্সেস'
• ডি. এইচ. লরেন্সের 'লেডি চ্যাটারলি'জ লাভার'
• আদ্রে ব্রেতোর 'নাজা'
• সিগফ্রিড সাসুনের 'মেমওয়ারস অব এ ফক্স-হান্টিং ম্যান'
• এভেলিন ওয়াহর 'ডিকলাইন অ্যান্ড ফল'
• ভার্জিনিয়া উল্ফের 'ওরলান্দো: এ বায়োগ্রাফি'
• এ. এ. মিলনের 'দ্য হাউস অ্যাট ফু কর্নার'
• ফেদেরিকোর গার্সিয়ার 'জিপসি ব্যালাদস'
যেই শিল্পী, লেখক, চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টি উন্মুক্ত করা হবে-
• পাবলো পিকাসো
• ডিলান টমাস
• সিসাল হেপওয়ার্থ
• জে. আর. আর. টলকিন
• এডমান্ড ডুলাক
• হ্যাঙ্ক উইলিয়ামস