গাজীপুর-৫: এমপি হতে চাওয়া ঊর্মি দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য (এমপি) হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন হিজড়া প্রার্থী ঊর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনিত প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচিত হলে দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ঊর্মি বলেন, "আমি যদি নির্বাচিত হই, সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকব। আমি চাইব আমার এলাকার মধ্যে যেন নেশাদ্রব্যের প্রভাব না পড়ে, সমাজ থেকে এ জিনিসটা দূর করতে যথাসাধ্য চেষ্টা করব ।"
গাজীপুরের বাসিন্দা ঊর্মি বিএসপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য।
তিনি বলেন, "আমাদের দলটা একেবারেই নতুন। তারা আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সেজন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আমার গাজীপুর-৫ আসনের মানুষের পাশে থাকতে চাই তাঁদের সুখে-দুঃখে, আপদে-বিপদে। সব সময় আমি আমার এলাকার জনগণের পাশে থাকতে চাই।"
ঊর্মি-সহ গাজীপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন ঊর্মি। ব্যবসা থেকে তাঁর বাৎসরিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া তাঁর নগদ ৮ লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ আছে।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩৩ হাজার ৬১৩ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭২ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১ লাখ ৬৪ হাজার ৫৪১ জন। এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি, এবং বুথ সংখ্যা ৬৯৫টি।