চিত্রনাট্য নিয়ে কাজ করেও ‘মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস’ করতে পারেননি শাহরুখ; কেন?
ক্যারিয়ারের একটা লম্বা সময় কাটিয়ে ফেলার পর অবশেষে 'ডানকি' ছবিতে একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান ও রাজকুমার হিরানি। এটা তাদের যতই প্রথম কাজ হোক না কেন, হিরানি কিন্তু এর আগেও একাধিক ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের কাছে। যদিও কিং খান ছবিগুলোর একটিতেও কাজ করতে পারেননি, উল্টো তার জায়গায় যারা সেই চরিত্রগুলো করেছেন তারা এবং চরিত্র উভয়ই পেয়েছে বিপুল জনপ্রিয়তা। বলা ভালো কাল্ট চরিত্র হয়ে গেছে।
এ বিষয়ে সবার আগে বলা যেতে পারে সঞ্জয় দত্ত অভিনীত মুন্নাভাই এমবিবিএস ছবিটির কথা। এই ছবির অফার পেয়েও ফিরিয়ে দেন কিং খান, পরে সেটা সঞ্জয় দত্ত করেন এবং আইকনিক চরিত্র হয়ে যায় ওটা।
এরপর থ্রি ইডিয়টসের অফার নিয়েও রাজকুমার শাহরুখের কাছে যান। কিন্তু সেটাও তিনি করতে পারেননি। পরে আমির খানের করা চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি এসব বিষয় নিয়ে মুখ খোলেন কিং খান।
শাহরুখ খান জানালেন কেন তিনি এই ছবিগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সেই সময়। সৌদি আরবের প্ল্যাটফর্ম এমবিসি গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, মুন্নাভাই এমবিবিএস ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তার কাঁধের আঘাতের জন্য। অন্যদিকে থ্রি ইডিয়টস ছবিটির সঙ্গে একই সময়ে আরেকটি ছবির ডেট পড়ে গিয়েছিল বলে ওই ছবিও তিনি করতে পারেননি।
হিরানির সঙ্গে সম্পর্ক নিয়ে শাহরুখ খান বলেন, 'আসলে আমরা বহু পুরনো বন্ধু। ও যখন পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছিল, তখন এডিটর হিসেবে কাজ করছিল। মুন্নাভাই এমবিবিএস নামের একটি সিনেমার গল্প লিখছিল। আমি তখন দেবদাস ছবির শেষ দৃশ্য শুট করছি, তখন ও এসে আমায় বলে আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে। আমি ওকে বলি যে ঠিক আছে আমরা পরশু বসব এটা নিয়ে। আমি করব এই ছবিটা। ও তখন আমায় বলে যে তুমি তো গল্পটা শুনলেই না। আমি ওকে বলি সিনেমাটার নামই তো ভীষণ সুন্দর—মুন্নাভাই এমবিবিএস।
'আমার ছবিটি করার কথা ছিল। আমরা প্রায় ছয় সাত মাস বিষয়টা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমার একটা আঘাতের কারণে শিরদাঁড়ায় অস্ত্রোপচার করতে হয়। আর ওরা বুঝতে পারছিল না যে আমি কদ্দিনে ঠিক হব। তাই হলো না করা।'
থ্রি ইডিয়টসে কাজ করার প্রসঙ্গে তিনি জানান, 'সময়ের একটা সমস্যা হচ্ছিল। আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, কাস্টিং নিয়েও কথা হয়। কিন্তু সময় নিয়ে চাপ হয়, কারণ আমার একটা ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল আমারই একটা আঘাতের করবে। আমি ওকে [হিরানিকে] তখন বলি ছবিটি করে নেওয়ার জন্য। তাই ওটাও হয়নি।'
শাহরুখ সেই দুটো ছবিতে কাজ না করলেও ব্লকবাস্টার হিট হয় ছবি দুটো। তবে অবশেষে তারা ডানকি ছবিতে একসঙ্গে কাজ করলেন। যদিও মুন্নাভাই এমবিবিএস বা থ্রি ইডিয়টসের মতো অত ভালো ফল না করলেও মোটের ওপর দর্শকদের মনে ধরেছে এই ছবি।