১ জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ
৭ জানুয়ারির নির্বাচনের আগে সোমবার (১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনি জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ওইদিন দুপুর ২টায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশে ১০ লাখের বেশি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এই সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।