২৮ জুলাই থেকে ১,১২৪ মামলায় এক লাখের বেশি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে: রিজভী
গত ২৮ জুলাই থেকে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এক হাজার ১২৪টি মামলায় বিএনপির এক লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।
এছাড়া এ সময়ের মধ্যে বিএনপির ২৪ হাজার ৫৪১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং সাংবাদিকসহ ২৭ জনকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার (২ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন রিজভী।
'কারাগারের ভেতরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন সুবিধা বাতিল করেছে কারা কর্তৃপক্ষ।
'এছাড়া ডিবি পুলিশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বিএনপির সাবেক আতিথেয়তা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবু ও ফতুল্লা যুবদলের নেতা মোহাম্মদ আলী রতনের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে,' তিনি বলেন।
রিজভী আরও বলেন, 'মশাল মিছিলের অভিযোগে মোহাম্মদ আলী রতনের হাত-পা পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ডিবি পুলিশ।'
এর আগে দুপুরে গুলশান-২ এলাকায় নির্বাচন-বিরোধী লিফলেট বিতরণকালে রিজভী আবারও নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানান।
তিনি বলেন, 'অবৈধ ডামি নির্বাচনের মাধ্যমে জাতি প্রতারিত হচ্ছে; এটা পুরো জাতির সঙ্গে প্রতারণা। আমাদেরকে অবশ্যই এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বর্জন করতে হবে।'
নির্বাচন ঠেকাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা দেশকে একদলীয় রাষ্ট্রে রূপ দিতে চায়, কিন্তু স্বাধীন দেশের মাটিতে তা সম্ভব হবে না।'
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করবে।
বিএনপিসহ আরও কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিল। এরপর দলটি ঘোষণা করে, তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না।