স্বতন্ত্র প্রার্থীরা ‘ককাস’ না করলে জাতীয় পার্টি বিরোধী দল হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচিত হয়েছেন, তারা তাদের অবস্থান কীভাবে রাখবেন তার ওপর নির্ভর করছে বিরোধী দল কারা হবে।
আজ (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বতন্ত্রদের অবস্থান ঘোষিত হওয়ার পরে বিরোধী দল হবে। নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা ককাস করতে পারবেন। আর স্বতন্ত্ররা আলাদা আলাদা থাকলে জাতীয় পার্টি প্রাধান্য পাবে।
উল্লেখ্য, সংসদীয় রাজনীতিতে কয়েকজন রাজনীতিক মিলে একটি দল গঠন করলে ওই দল বা মোর্চাকে বলা 'ককাস'। তবে এই দল কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয়।
আনিসুল হক বলেন, আগামীকাল সংসদ সদস্যরা শপথ নেবেন। অসুস্থতা বা অন্য কোনো জরুরি কারণে কেউ শপথ নিতে না পারলে আগে জানাবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সংসদ নেতা নির্বাচন করবেন। সংসদ নেতাকে মহামান্য রাষ্ট্রপতি নতুন সরকার গঠনের অনুরোধ করবেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে। তবে নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে মন্তীদের শপথ নিতে হবে।
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, 'নির্বাচন তখনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয় যখন জনগণ ভোট দেয়। এবারের নির্বাচনে জনগন ভোট দিয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। জনগনের চাওয়াই শেষ কথা।'