বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
নিউজিল্যান্ডের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিয়ে করেছেন। রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার দূরে নর্থ আইল্যান্ডে অনেকটা ছোট পরিসরে বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জেসিন্ডার বর তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড। বিয়েতে জেসিন্ডা কয়েক ডজন অতিথির সামনে পাঁচ মিনিটের একটি বক্তব্যও দেন।
২০২২ সালেই এই যুগলের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তবে সেই সময়ে সরকারের আরোপিত করোনার বিধি-নিষেধের জন্য সেটি করা সম্ভব হয়নি।
জেসিন্ডা ও ক্লার্কের মধ্যকার সম্পর্ক প্রায় এক দশকের পুরনো। তাদের নেভে নামের পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
বিয়েতে জেসিন্ডা পরেছিলেন সাদা রঙের একটি আইভোরি ড্রেস। যার ডিজাইনার সাবেক এই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু।
জেসিন্ডা-ক্লার্কের কন্যা নেভে বাবার সাথে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তার পরনে ছিল নানি লরেন আরডার্নের ফ্যাব্রিক দিয়ে তৈরি জামা।
৪৩ বছর বয়সী জেসিন্ডা পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তবে গত বছরের জানুয়ারিতে তিনি 'পরিশ্রান্ত' জানিয়ে পদত্যাগ করেন।
জেসিন্ডা নিজের নেতৃত্বের গুণাবলির জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার পর তিনি বেশ বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।